ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ 

স্বস্তি খুঁজতে মাঠে নামছে বাংলাদেশ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ৬ নভেম্বর ২০২৪

শেয়ার

স্বস্তি খুঁজতে মাঠে নামছে বাংলাদেশ

ঘরের মাটিতে সাদা পোশাকে ব্যাটিং ব্যর্থতার চূড়ান্ত রূপ দেখিয়েছে বাংলাদেশ। এবার ভিন্ন ফরম্যাট। আজ বিকেল ৪টায় সংযুক্ত আরব আমিরাতের শারজায় ৫০ ওভারের ক্রিকেটে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রঙিন পোশাকে জয় তুলে নিতে মুখিয়ে রয়েছে টাইগার বাহিনী।

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পরে মুদ্রার উল্টো পিঠ দেখেছেন নাজমুল হোসেন শান্তরা। ভারতে ধবলধোলাইয়ের পরে ঢাকা ও চট্টগ্রামে একই অবস্থা হয়েছে টাইগারদের। ব্যাট হাতে গর্জনের বদলে মাথা তুলে দাঁড়ানোই দায় হয়ে উঠেছে। সেই অবস্থা থেকে স্বস্তি পেতে এই সিরিজে জয় ভিন্ন পথ নেই শান্তদের।

টেস্ট ও ওয়ানডে ভিন্ন ফরম্যাট হলেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতেও এই ব্যর্থতা দেখিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেসব পাশে রেখে কেবল সফলতার ওপরে চোখ রেখেছেন শান্তরা। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ বেশ সাবলীলভাবে খেলতে পারে, এমনটিই প্রচলিত। সেই প্রচলিত ধারণাকে আরও শক্ত করতে জয় তুলে নিতে চায় বাংলাদেশ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং নিয়ে বেশ সতর্ক ক্রিকেটাররা। এর মধ্যে ব্যাটিংয়ে সকলের মনোযোগ ছিল একটু বেশিই। সেটি আজ মাঠে প্রয়োগের পালা।

এ দিকে ম্যাচ আজ শুরু হলেও গতকাল পর্যন্ত স্কোয়াডে থাকা ক্রিকেটার নাসুম আহমেদ ও নাহিদ রানা দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ভিসা জটিলতার কারণে এমন সমস্যায় পড়েছেন তারা। শারজায় যেতে না পারলেও বসে নেই নাহিদ রানা। মিরপুরেই সেরেছেন অনুশীলন। শেষ পর্যন্ত এই দুই ক্রিকেটার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন অধিনায়ক শান্ত। তিনি বলেছেন, বিসিবি এই বিষয়টি নিয়ে কাজ করছে। আগে যোগ দিতে পারলে ভালো হতো। তবু আশা হারাচ্ছেন না শান্ত।

আফগান সিরিজে খেলার গুঞ্জন ছিল সাকিব আল হাসানেরও। কিন্তু স্কোয়াডে রাখা হয়নি এই অলরাউন্ডারকে। সবমিলিয়ে নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘তারা এই মুহূর্তে দলের সঙ্গে থাকলে ভালো হতো। এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। খেলোয়াড় হিসেবে আমাদের হাতে যা রয়েছে সেগুলো কীভাবে কাজে লাগাতে পারি, সেটি বেশি গুরুত্বপূর্ণ। সামনের সিরিজ থেকে এই বিষয়গুলো ভালোভাবে চললে আমাদের জন্য ভালো হবে।’ প্রস্তুতি ভালোভাবে সারলেও একটি বিষয় নিয়ে চিন্তা যোগ হয়েছে টাইগার শিবিরে। দলটির সাবেক ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ও ট্রেইনার নিক লি এবার প্রতিপক্ষ আফগানিস্তানের দায়িত্বে রয়েছেন। এই দুজন বাংলাদেশের শক্তি ও দুর্বলতার বিষয়ে বেশ ভালো করে জানেন, যেটি হাশমতউল্লাহ শাহিদিদের কিছুটা এগিয়েই রাখবে।

বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে পরিসংখ্যান এগিয়ে রাখছে শান্তদের। এখন পর্যন্ত ১৬টি ম্যাচ হয়েছে দুদলের মধ্যে। যেখানে ১০টিতে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর ৬টি ম্যাচ জিতেছে আফগান বাহিনী। সবশেষ পাঁচ ওয়ানডেতেও তিন জয় রয়েছে বাংলাদেশের। গেল বছরের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপে সবশেষ দেখা হয়েছিল দুদলের। সেখানে বড় জয় পেয়েছিল শান্তরা।

novelonlite28
umchltd