তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বোলিং তোপে অসহায় ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ফলে ৯২ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে যায় আফগানরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে এবার মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচটি অবশ্যই জিততে হবে বাংলাদেশ দলকে। শনিবার (৯ নভেম্বর) বিকেল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
এ ম্যাচের আগে কিছুটা হলেও অস্বস্তিতে বাংলাদেশ। কারণ সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। আঙুলের চোটে আগামী ১ মাস মাঠের বাইরে থাকতে হবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে।
ম্যাচের আগের দিন গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী হাসান মিরাজ বলছিলেন, দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলির জন্য বেস্ট অব লাক।
তিনি আরও বলেন, উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি ছাড়া আর কোনো বিকল্পও নেই এই মুহূর্তে বাংলাদেশের জন্য। ওর জন্য ভালো একটা সুযোগ। সুযোগ আসছে, ও যদি শতভাগ দিতে পারে অবশ্যই ওর নিজের ক্যারিয়ারের জন্যও ভালো, দেশের জন্যও ভালো হবে।
সিরিজ জয়ের সুযোগ দেখছেন মিরাজ। মিরাজ বলেন, একটা ম্যাচ হেরেছি, এখনও দুইটা ম্যাচ আছে। সুতরাং আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি। যেহেতু আমরা একটা ম্যাচ খেলেছি এখানে, অনেক বছর পর ওয়ানডে খেলেছি।
আরও পড়ুন: