ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ 

যেকোনো অবস্থা থেকে জিতব, এই বিশ্বাস রাখতে চান শান্ত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৭, ১০ নভেম্বর ২০২৪

শেয়ার

যেকোনো অবস্থা থেকে জিতব, এই বিশ্বাস রাখতে চান শান্ত

বাংলাদেশ ক্রিকেট যাচ্ছিল মন্দ সময়ের মধ্যে দিয়ে। সেখানে খানিকটা হলেও সুবাতাস বইয়ে আনবে আফগানিস্তানের বিপক্ষে পাওয়া দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়। এ জয়ে সিরিজ যেমন বেঁচেছে; তেমনটি এখন স্বপ্ন দেখা যাচ্ছে সিরিজ জয়েরও। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠেও সন্তুষ্টির ছাপ। আগামীতেও যেকোনো পরিস্থিতি থেকে জিতব, এই বিশ্বাস রাখতে চান তিনি।

সিরিজে ঘুরে দাঁড়ানোর পর এখন কি ভাবছে বাংলাদেশ। তা জানিয়ে শান্ত বলেন, ‘বেশ কিছু জায়গায় চিন্তা করতে হবে। আজকে যেভাবে সবাই কাজে লাগিয়েছে প্ল্যান, তবে আমি মনে করি আমরা এর থেকেও ভালো দল। স্বস্তির জায়গা অবশ্যই, সিরিজ শেষ হয়নি। পরের ম্যাচে আবার কীভাবে প্ল্যান করে আসতে পারি এটা জরুরি ব্যাপার।’

কঠিন সময়ে এমন জয়ে খুশি শান্ত। তবে উন্নতির জায়গা দেখছেন আরও। শান্ত বলেন, ‘আমার মনে হয় খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। ক্রিকেট খেলাটা মোমেন্টামের ব্যাপার। মোমেন্টামের জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা বলব না, কষ্ট করছিলাম আসলে যেন আমরা মোমেন্টামটা পাই। আলহামদুলিল্লাহ আগের দিন আমরা যেরকম প্ল্যানটা করেছি সবাই সেটা মাঠে কাজে লাগিয়েছে। ১০০% দেওয়ার চেষ্টা করেছে। এখানে আরও উন্নতির জায়গা আছে। যে প্ল্যান ছিল তার খুব কাছাকাছি সফল হতে পেরেছি।’

ভারতের মাঠে টি-টোয়েন্টি এবং টেস্ট হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে সিরিজ হার। সময়টাকে কীভাবে দেখছেন শান্ত, ‘কঠিন ছিল আসলে গত কয়েক ম্যাচে আমরা যেভাবে খেলছিলাম সব মিলে খুব একটা ভালো অবস্থানে ছিলাম না। যেভাবে আজকে সবাই কামব্যাক করেছে। বিশ্বাস রেখেছে যে আমরা ভালো করতে পারি। সবাই সবার প্রসেস ঠিক রেখেছে।’ 

শান্ত আরও বলেন, ‘কঠিন ছিল তবে সবার বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা ভালো ভাবে শেষ করতে পারি। সবচেয়ে ভালো লেগেছে আগের দিন যে প্ল্যানটা করেছি সবাই সেখানে ছিল। খুবই খুশি যে সবাই প্রসেসটা ফলো করেছে।’

নিয়মিত ম্যাচ জিততে কি করতে হবে সেটাও জানিয়েছেন শান্ত। বলেন, ‘আমরা যেরকম দল, সেরকম ভালো করছি না হয়ত। তবে আমাদের সামর্থ্য রয়েছে। আমাদের বোলিং বিভাগ আছে, আমরা যদি তাদের কম রানে আটকে দেই তাহলে চেইজ করার সেই সামর্থ্য রয়েছে। শুধু সেই আত্মবিশ্বাসটা দরকার, নিজেদের মধ্যে বিশ্বাসটা দরকার যে যেকোনো অবস্থা থেকে আমরা জিতব।’

বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল বিকেল ৪ টায়। যেখানে জয়ী দলের হাতে উঠবে সিরিজ জয়ের ট্রফি। আর সেই ট্রফিটা নিয়েই দেশে ফিরতে চায় নাজমুল হোসেন শান্তর দল।

novelonlite28
umchltd