ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ 

হেড-স্মিথের সেঞ্চুরিতে কোণঠাসা ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ১৫ ডিসেম্বর ২০২৪

শেয়ার

হেড-স্মিথের সেঞ্চুরিতে কোণঠাসা ভারত

অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার তৃতীয় টেস্টের প্রথম দিনে বাগড়া দিয়েছিল বৃষ্টি। খেলা হয় মাত্র ৮০ বল। তবে দ্বিতীয় দিনে খেলা হয়েছে পুরো তিন সেশন। এ দিন ভারতীয় বোলারদের বেধড়ক পিটিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথ। তাদের ব্যাটে ভর করে চারশো পেরিয়ে গেছে অস্ট্রেলিয়া।

বিনা উইকেটে ২৮ রান নিয়ে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় অজিরা। উসমান খাজা ২১ ও ম্যাকসুয়েনি ৯ রান করে আউট হন। তাদের দুজনকেই সাজঘরে ফেরান জসপ্রীত বুমরাহ।

তাদের বিদায়ের পর সুবিধা করতে পারেননি মার্নাস লেবুশানে। দলীয় ৭৫ রানে ৫৫ বলে ১২ রান করে আউট হন তিনি। এরপর হেডকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন স্মিথ। ভারতীয় বোলারদের ওপর চড়াও হন এই দুই ব্যাটার।

দুজনেই তুলে নেন সেঞ্চুরি। হেড ১১৫ ও স্মিথ ১৮৩ বলে ম্যাজিক ফিগারের দেখা পান। ২৪১ রানের জুটি গড়েন তারা। দলীয় ৩১৬ রানে ১৯০ বলে ১০১ রান করে আউট হন স্মিথ। অন্যদিকে ব্যাট চালিয়ে দেড়শো পূর্ণ করেন হেড। আউট হওয়ার আগে ১৬০ বলে ১৫২ রান করেন তিনি।

শেষ পর্যন্ত দ্বিতীয় দিন শেষে ১০১ ওভারে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান সংগ্রহ করেছে অজিরা। অ্যালেক্স ক্যারি ৪৫ ও মিচেল স্টার্ক ৭ রানে অপরাজিত আছেন। হেড-স্মিথের তাণ্ডবের মধ্যে ৫ উইকেট শিকার করেছেন বুমরাহ।

novelonlite28
umchltd