
পুঁজি খুব বড় নয়। মোটে ২৪০ রানের। ভারতকে দারুণ কিছু উপহার দিতে এগিয়ে আসতে হবে বোলারদেরই। সেই কাজটিই যেন করছেন মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহরা। তাদের বোলিং তোপে ৪৭ রান তুলতে ৩ উইকেট হারিয়ে বসেছে অসিরা।
দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩ বলে ৭ করে মোহাম্মদ শামির বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ হন ডেভিড ওয়ার্নার। ১৫ বলে ১৫ করে মিচেল মার্শ হন জাসপ্রিত বুমরাহর শিকার। উইকেটরক্ষক নেন ক্যাচ।
এরপর মাত্র ৪ রান করে স্টিভেন স্মিথও বুমরাহর বলে এলবিডব্লিউ হলে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে অসিদের সংগ্রহ ৩ উইকেটে ৪৭ রান। ট্রাভিস হেড ১০ আর মার্নাস লাবুশেন ০ রানে অপরাজিত আছেন।
এর আগে বিরাট কোহলি আর লোকেশ রাহুলের লড়াকু ফিফটির পরও পুরো ৫০ ওভার খেললেও ২৪০ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস।
আরও পড়ুন: