ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ 

বিশ্বকাপ ফাইনাল

হেডের সেঞ্চুরিতে জয়ের পথে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ১৯ নভেম্বর ২০২৩

শেয়ার

হেডের সেঞ্চুরিতে জয়ের পথে অস্ট্রেলিয়া

লক্ষ্য খুব বড় নয়, ২৪১ রানের। তবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহদের বোলিং তোপে ৪৭ রান তুলতেই তারা হারিয়ে বসে ৩ উইকেট।

তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে অসিরা। ট্রাভিস হেড আর মার্নাস লাবুশেনের অবিচ্ছিন্ন শতরানের জুটিতে বিশ্বকাপ জয়ের পথে আছে অস্ট্রেলিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৯৩ রান। ট্রাভিস হেড ১০৮ আর মার্নাস লাবুশেন ৪১ রানে অপরাজিত আছেন।

দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৩ বলে ৭ করে মোহাম্মদ শামির বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ডেভিড ওয়ার্নার। ১৫ বলে ১৫ করে মিচেল মার্শ হন জাসপ্রিত বুমরাহর শিকার। উইকেটরক্ষক নেন ক্যাচ।

এরপর মাত্র ৪ রান করে স্টিভেন স্মিথও বুমরাহর বলে এলবিডব্লিউ হলে চাপে পড়ে অস্ট্রেলিয়া। যদিও স্মিথ আউট ছিলেন না। বল বাইরে পিচ করেছিল। কিন্তু আম্পায়ার আউট দিলে আর রিভিউ নেননি স্মিথ।

এর আগে বিরাট কোহলি আর লোকেশ রাহুলের লড়াকু ফিফটির পরও পুরো ৫০ ওভার খেললেও ২৪০ রানে গুটিয়ে গেছে ভারতের ইনিংস।
 

novelonlite28
umchltd